২৩ এপ্রিল ২০২৪ তারিখ মঙ্গলবার বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়য়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন, বরিশাল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং ইউনিসেফ এর সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার, বরিশাল জনাব মো: শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো: মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জনাব মোসা: হাজেরা খাতুন, যুগ্ম-সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জনাব শফিক রহমান, পুলিশ সুপার, ডিআইজি অফিস, বরিশাল রেঞ্জ, জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, বরিশাল এবং জনাব মো: আনোয়ার হোসেন, চিফ, ফিল্ড অফিস, ইউনিসেফ, বরিশাল। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ, বরিশাল এর সদস্যবৃন্দ। ঝুঁকিপূর্ণ ৪৩টি সেক্টর সহ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল সেক্টর হতে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনে কর্মপরিকল্পনা নির্ধারণ ছিল মূল বিষয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস